পার্শ্বশিক্ষকদের অনশন আজ নিয়ে ৯ দিনে পড়ল। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন অনশনকারী। অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয়।
কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার। সময় যতো যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে।
সূত্রের খবর, ১১ই নভেম্বরের পর থেকে কোন কোন পার্শ্বশিক্ষক অনুমতি না নিয়ে স্কুলে অনুপস্থিত আছেন, সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে। প্রায় সব জেলায় পৌঁছে গিয়েছে সেই নির্দেশ। সরকারের এই উদ্যোগের মধ্যে চক্রান্ত আছে বলে মনে করছে আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার তা দিচ্ছে না পার্শ্বশিক্ষকদের। অথচ পুলিশকে ব্যবহার করে তাঁদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
সূত্রের খবর, ১১ই নভেম্বরের পর থেকে কোন কোন পার্শ্বশিক্ষক অনুমতি না নিয়ে স্কুলে অনুপস্থিত আছেন, সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে। প্রায় সব জেলায় পৌঁছে গিয়েছে সেই নির্দেশ। সরকারের এই উদ্যোগের মধ্যে চক্রান্ত আছে বলে মনে করছে আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার তা দিচ্ছে না পার্শ্বশিক্ষকদের। অথচ পুলিশকে ব্যবহার করে তাঁদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন