পিঁয়াজের বাজার আগুন। দাম ক্রমশ বেড়েই চলেছে। সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিল রাজ্য খাদ্য দফতর। হাতিয়ার গণবণ্টন ব্যবস্থা।
পিঁয়াজের বর্ধিত দামের ঝটকা থেকে মানুষকে রেহাই দিতে চাল, গম, চিনির সঙ্গে পিঁয়াজও বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সপ্তাহেই আপাতত কলকাতার কিছু রেশন দোকানগুলিতে পিঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। ক্রমে রাজ্যের সর্বত্র এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে।
রেশনের সুবিধা সবাই তো পান না, তাহলে শহুরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা এতে কতটা উপকৃত হবেন? বিষয়টি মেনে নিলেও আধিকারিকদের ব্যাখ্যা, কম সংখ্যক কিছু লোকও ন্যায্যমূল্যে পিঁয়াজ কিনতে পারলে বাজারমূল্য কিছুটা কমবে। পরে জেলায় জেলায় রেশনে পিঁয়াজ বিক্রি শুরু হলে চাহিদা-জোগানের ফারাক অনেকটাই কমবে। তখন অর্থনীতির নিয়ম মেনেই পিঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালে আসবে।
রেশনের সুবিধা সবাই তো পান না, তাহলে শহুরে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা এতে কতটা উপকৃত হবেন? বিষয়টি মেনে নিলেও আধিকারিকদের ব্যাখ্যা, কম সংখ্যক কিছু লোকও ন্যায্যমূল্যে পিঁয়াজ কিনতে পারলে বাজারমূল্য কিছুটা কমবে। পরে জেলায় জেলায় রেশনে পিঁয়াজ বিক্রি শুরু হলে চাহিদা-জোগানের ফারাক অনেকটাই কমবে। তখন অর্থনীতির নিয়ম মেনেই পিঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালে আসবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন