অবশেষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি। শনিবার আস্থাভোটে তারা ১৬৫ ভোট পেয়েছে। এর পরে ভোটে ওয়াক আউট করল বিজেপি।
যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ভোটে প্রোটেম স্পিকারকে বদল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। পরে আস্থা ভোট পেশ করেন কংগ্রেসের অশোক চহ্বন। তাঁকে সমর্থন করেন এনসিপির নবাব মালিক। আস্থা ভোটের সপক্ষে বিধায়কদের মাথা গুনতি শুরু হতেই বিজেপির সদস্যরা বাইরে বেরিয়ে যান। তারা জানান, এনিয়ে রাজ্যপালের কাছে দরবার করবে তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন