আগে সরকার গঠনে মুখ পুড়েছে বিজেপির। এবার মহারাষ্ট্র বিধানসভা স্পিকার নির্বাচনেও রণেভঙ্গ দিল গেরুয়া বাহিনী। শনিবার নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন বিজেপির প্রার্থী কিষাণ কাথোরে।
এর ফলে পরিষ্কার হয়ে গেল শিবসেনা-এনসিপি-কংগ্রেস প্রার্থী নানা পাতোলের স্পিকার হওয়ার রাস্তা। বিজেপির প্রার্থীপদ প্রত্যাহারের ফলে বিনা লড়াইয়েই মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন পাতোলে।
রবিবার সকাল দশটার আগেই নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। তাদের দাবি, মহারাষ্ট্র বিধানসভার এতদিনের রীতি ধরে রাখতেই তারা প্রার্থী প্রত্যাহার করে। কী সেই রীতি? বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই স্পিকার নির্বাচন হয়ে আসছে মহারাষ্ট্র বিধানসভায়। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল এনিয়ে বলেন, বিধানসভার মর্যাদা অক্ষুন্ন রাখতে আমাদের প্রার্থী কিষাণ কাথোরের নাম প্রত্যাহার। সেই রীতিমাফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন স্পিকার।
রবিবার সকাল দশটার আগেই নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। তাদের দাবি, মহারাষ্ট্র বিধানসভার এতদিনের রীতি ধরে রাখতেই তারা প্রার্থী প্রত্যাহার করে। কী সেই রীতি? বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই স্পিকার নির্বাচন হয়ে আসছে মহারাষ্ট্র বিধানসভায়। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল এনিয়ে বলেন, বিধানসভার মর্যাদা অক্ষুন্ন রাখতে আমাদের প্রার্থী কিষাণ কাথোরের নাম প্রত্যাহার। সেই রীতিমাফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন স্পিকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন