প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন ক্ষিতি গোস্বামী। গলার একটি সমস্যার জন্য সম্প্রতি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল এই বাম নেতার। সেখানে অস্ত্রোপচারও হয়। তারপর প্রায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু শনিবার রাত থেকে বুকে ব্যাথা অনুভব করেন। ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয় ক্ষিতি গোস্বামীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন