ভারতীয় অর্থনীতিতে বড় ধাক্কা। শুক্রবার পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রকের তরফে প্রকাশ করা হল ২০১৯-২০ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় জিডিপি। গত ৬ বছরে সর্বনিম্ন পৌঁছে গিয়েছে দেশে দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশ।
এর সঙ্গে বাড়ছে গোটা দেশ জুড়ে কর্মী ছাঁটাই। ২০১৪ সালে লোকসভা ভোটের প্রচারে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতির পরেও কর্মসংস্থানে বাজার নিম্নমুখী। উল্টে বেকারত্ব বেড়েছে দ্রুত গতিতে। মোদীর জমানায় বেকারত্বের হার ৬.১ শতাংশ। এআইএমও-র দেওয়া তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে উৎপাদন ক্ষেত্রে এখনও পর্যন্ত কর্মী ছাঁটাই হয়েছে ৩৫ লক্ষ। ৭৫,০০০ কর্মীকে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা VSNL । চলতি বছরের অটো সেক্টরে কাজ হারিয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৪০ লক্ষ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন