উপনির্বাচনে ৩ কেন্দ্রে বিজেপিকে উড়িয়ে জয় ছিনিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই জয়ের পরে বেসামাল গেরুয়া শিরির। এই হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমাদের অভিজ্ঞতা কম। জেতার পর আসন ধরে রাখতে পারিনা।
কোথায় ভুল ত্রুটি আছে দেখতে হবে।" শনিবার বিজেপির রাজ্য সভাপতি বললেন, "এন আরসি নিয়ে মমতা রাজ্যের মানুষকে মিথ্যা ভয় দেখিয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলের কথা মমতা চেপে গিয়েছে। আমরা মানুষকে বোঝাব, আগে নাগরিকত্ব সংশোধনী বিল, তারপর এনআরসির কথা ভাবা হবে। প্রত্যেক হিন্দু শরণার্থীই নাগরিকত্ব পাবেন।"
খড়গপুর সদরের প্রেসটিজ ফাইটে ফেল করেছে বিজেপি। বিজেপির পকেট হিসেবে পরিচিত এলাকাও গিয়েছে তৃণমূলের দখলে। রাজ্য বিজেপি সভাপতির গড়েই তাঁকে হারিয়ে দিয়েছে তৃণমূল। একসময়ে খড়গপুরে সংগঠন করতেন প্রদীপ পট্টনায়েক। সেই দলই বড় হয়ে ওঠার পর ব্রাত্য হলেন প্রদীপ। আড়াআড়ি ভাগ হল বিজেপি, নব্য বনাম পুরনো। উপনির্বাচনে কার্যত তারই ফসল ঘরে তুলেছে তৃণমূল কংগ্রেস। মনে করছে রাজনৈতিক বোদ্ধারা।
খড়গপুর সদরের প্রেসটিজ ফাইটে ফেল করেছে বিজেপি। বিজেপির পকেট হিসেবে পরিচিত এলাকাও গিয়েছে তৃণমূলের দখলে। রাজ্য বিজেপি সভাপতির গড়েই তাঁকে হারিয়ে দিয়েছে তৃণমূল। একসময়ে খড়গপুরে সংগঠন করতেন প্রদীপ পট্টনায়েক। সেই দলই বড় হয়ে ওঠার পর ব্রাত্য হলেন প্রদীপ। আড়াআড়ি ভাগ হল বিজেপি, নব্য বনাম পুরনো। উপনির্বাচনে কার্যত তারই ফসল ঘরে তুলেছে তৃণমূল কংগ্রেস। মনে করছে রাজনৈতিক বোদ্ধারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন