চমকের পর চমক মহারাষ্ট্রে। সাত সকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফডণবীস। রাজ্যপাল শপথবাক্য পাঠ করান। ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনসিপির অজিত পাওয়ার। সম্পর্কে যিনি শরদ পাওয়ারের ভাইপো।
রাত পর্যন্ত এমন পট পরিবতর্নের কোনও সম্ভাবনা ছিল না।
গতকাল কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির বৈঠক কার্যত চূড়ান্ত হয়ে যায়, সেনা প্রধান উদ্ধব ঠাকরেই হচ্ছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে সব দল সম্মতি দিয়েছে। কিন্তু শনিবার সকালে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান দেবেন্দ্র ফড়নবীশ। তারপরই ভগৎ সিং কোশিরায়ি রাজ্য থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের আর্জি জানান কেন্দ্রকে। এদিকে বিজেপি ক্ষমতা দখল করায় উদ্ববের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গেল। যে দলের সমর্থনে শিবসেনা সরকার গঠনের চেষ্টা চালাচ্ছিল সেই এনসিপি বিজেপির দিকে ভিড়ে গেল।
রাত পর্যন্ত এমন পট পরিবতর্নের কোনও সম্ভাবনা ছিল না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন