আগেই প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিংয়ের দিন জানিয়ে দেয় কমিশন।
আগামী ২৫ এবং ২৬ নভেম্বর হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া। এবার তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে শূন্যপদের হিসাব জানিয়ে দিল কমিশন। আর সেই শূন্যপদের সংখ্যা জানতে নিচের লিঙ্ক ক্লিক করুন।
http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchoolHMPH3/
http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchoolHMPH3/
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন