বর্তমানে রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫৯ হাজার। পূর্ব ঘোষণা মাফিক প্রায় ১৭ হাজার ৯৯৬ স্কুলে আগামী শিক্ষাবর্ষেই পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হচ্ছে বলে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুলশিক্ষা দফতর।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যে-সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পাঠ শুরু করার পরিকাঠামো আছে, সেখানে আসন্ন শিক্ষাবর্ষেই তা চালু হয়ে যাবে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিও আগামী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে পারবে। তবে ২০২১ সালে প্রাথমিক স্কুলগুলির পঞ্চম শ্রেণি থেকে যারা ষষ্ঠ শ্রেণিতে উঠবে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে তাদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন