এই রাজ্যে বিজেপি নেতারা শিক্ষকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। কিন্তু, বিজেপি শাসিত রাজ্যে শিক্ষকরা যথা সময়ে বেতন পাচ্ছেন না। এমনটা অভিযোগ।
জানা গিয়েছে, কর্নাটকের স্কুল শিক্ষক–শিক্ষিকারা দু-মাস বেতন পাচ্ছেন না।
সরকারের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কাঠগড়ায় রাজ্যের বিজেপি সরকার।
কর্নাটক প্রাইমারি স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, ২০০ বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকারা নিয়মিত বেতন পাচ্ছেন না। আইন পরিষদের সদস্য অরুণ শাহাপুর এই প্রসঙ্গে বলেছেন, সমস্ত কিছু খতিয়ে দেখার পর বোঝা গেছে, সম্প্রতি অর্থ তহবিল পরিবর্তন হওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে। কর্নাটকের বিজেপি সরকার সদ্য নতুন অর্থ তহবিল চালু করেছে। তার মাধ্যমেই সমস্ত লেনদেন হচ্ছে। এই টেকনিক্যাল কারণেই ঘটেছে যাবতীয় সমস্যা। তবে এই যুক্তি মানতে না রাজ শিক্ষকদের একটা বড় অংশ।
জানা গিয়েছে, কর্নাটকের স্কুল শিক্ষক–শিক্ষিকারা দু-মাস বেতন পাচ্ছেন না।
কর্নাটক প্রাইমারি স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, ২০০ বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকারা নিয়মিত বেতন পাচ্ছেন না। আইন পরিষদের সদস্য অরুণ শাহাপুর এই প্রসঙ্গে বলেছেন, সমস্ত কিছু খতিয়ে দেখার পর বোঝা গেছে, সম্প্রতি অর্থ তহবিল পরিবর্তন হওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে। কর্নাটকের বিজেপি সরকার সদ্য নতুন অর্থ তহবিল চালু করেছে। তার মাধ্যমেই সমস্ত লেনদেন হচ্ছে। এই টেকনিক্যাল কারণেই ঘটেছে যাবতীয় সমস্যা। তবে এই যুক্তি মানতে না রাজ শিক্ষকদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন