স্কুল শিক্ষায় আসছে বড় রকমের পরিবর্তন। সম্ভবত ২০২১ সাল থেকে সেই পরিবর্তন শুরু হয়ে যাবে। ওই নতুন শিক্ষা ব্যবস্থায় শ্রেণি ভিত্তিক মূল্যায়নের উপর গুরুত্ব দিতে ৫+৩+৩+৪ পরিকাঠামো অনুসরণ করা হবে বলে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক।
এই নিয়ম চালু হলেই সমস্ত স্কুল থেকে উঠে যাবে পরীক্ষা ব্যবস্থা। এই প্রসঙ্গে ওই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আরও জানিয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যে কমিটি গঠিত হয়, সেই কমিটির খসড়া প্রস্তাবে নতুন এই শিক্ষা পদ্ধতির সুপারিশ করা হয়েছে। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয় নি। তবে সবকিছু খতিয়ে দেখবে মানব সম্পদ উন্নয়ম মন্ত্রক। এর পর সব খতিয়ে দেখে ২০২১ সাল থেকে এই শিক্ষানীতি কার্যকর করা হবে। মানবসম্পদ মন্ত্রকের হাতে এই খসড়া আসার পরে একটা বিষয় নিয়ে বিতর্ক দেখা দেয়। নতুন শিক্ষা পদ্ধতিতে একটি না তিনটি ভাষা থাকবে? যদিও পরে ঠিক হয় প্রতিটা রাজ্যের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন