এবারের লোকসভা ভোটের বিজেপির সাফল্যের হাওয়া বাংলায় ধাক্কা খাবার কারণ খুঁজতে আজই বৈঠকে বসতে চলেছে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব। তিনটি বিধানসভা কেন্দ্রে হারের কারণ কী কী হতে পারে তার বুথ-ভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে।
সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়ছে রাজ্য দফতরে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছেও পর্যালোচনা রিপোর্ট পাঠানো হবে।
বিজেপির এক সূত্রের দাবি, রাজ্য শাখার কাছে রিপোর্ট চেয়েছেন শাহ। তাই আজই উপনির্বাচনে হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বৈঠকে বসছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, মুকুল রায়রা। এর পাশাপাশি আগামী ৭ ডিসেম্বর একটি বেসরকারি অনুষ্ঠানে কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সেই সফর-সূচিতে দলের রাজ্য নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শাহ বৈঠক করতে পারেন। আরেকটি জল্পনাও শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে রাজ্য কমিটিতে বদল হওয়ার কথা। উপনির্বাচনে পরাজয়ের প্রভাব সেই রদবদলের ক্ষেত্রেও পড়বে কি না তাই নিয়ে চর্চা চলছে বিজেপির মন্দরে।
বিজেপির এক সূত্রের দাবি, রাজ্য শাখার কাছে রিপোর্ট চেয়েছেন শাহ। তাই আজই উপনির্বাচনে হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বৈঠকে বসছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, মুকুল রায়রা। এর পাশাপাশি আগামী ৭ ডিসেম্বর একটি বেসরকারি অনুষ্ঠানে কলকাতায় আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সেই সফর-সূচিতে দলের রাজ্য নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শাহ বৈঠক করতে পারেন। আরেকটি জল্পনাও শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে রাজ্য কমিটিতে বদল হওয়ার কথা। উপনির্বাচনে পরাজয়ের প্রভাব সেই রদবদলের ক্ষেত্রেও পড়বে কি না তাই নিয়ে চর্চা চলছে বিজেপির মন্দরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন