চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন উইলিয়াম জে কেইলিন জুনিয়র, স্যার পিটার জে র্যাটক্লিফ এবং গ্রেগ এল সেমেনজা। আমাদের শরীরে কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতিতে সাড়া দেয় এবং নিজেদের পরিবর্তন করে, মূলত সেই নিয়ে গবেষণার কারণেই তাঁরা নোবেল পেয়েছেন বলে জানা গিয়েছে।
৮ অক্টোবর বিকেল দ্য রয়্যাল ইন্সটিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের নাম জানান হবে। ৯ অক্টোবর রসায়নবিদ্যা নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে। এর পর ১০অক্টোবর বিকেল ৫ টায় দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে চলতি বছরে শান্তি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন