এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মনে পাপ আছে, তাই উনি বিভেদ তৈরি করেন। ঠিক এই ভাবেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার চতুর্থীতে উত্তর ২৪ পরগণার এক পুজো উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ বলেন "মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদ তৈরি করে রেখেছেন, আমাদের আর করার দরকার নেই। সব জায়গা ও সব বিষয়ে ওনার মনে বিভেদ থাকে, তাই এই কথা উনি বলছেন।
দুর্গাপুজোয় বিভেদ কেনও হবে রাজ্যে? বাঙালির এই উৎসব সবার জন্য। আমরা সবাই যুক্ত থাকি এই পুজোর সঙ্গে। কিন্তু তাঁর মাথায় সব সময় রাজনীতি থাকে, তাই সবসময় কু চিন্তা করেন উনি।"
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিভেদ ছড়াতে এসেছেন রাজ্যে, তৃণমূল নেত্রীর এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন "আমরা এনআরসি নিয়ে কোনও সভা সমিতি এখনও করিনি। যদিও সবসময় শুরুটা উনি করেন। পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য আলাদা স্কুল,কলেজ,হসপিটাল সব উনি করেছেন। আমরা কিন্তু এসব কিছু করি নি। কোন বিভেদ করিনি। তাই যার মনে পাপ আছে সে সব জায়গায় ওটাই দেখে।"
বুধবার চতুর্থীতে উত্তর ২৪ পরগণার এক পুজো উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ বলেন "মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদ তৈরি করে রেখেছেন, আমাদের আর করার দরকার নেই। সব জায়গা ও সব বিষয়ে ওনার মনে বিভেদ থাকে, তাই এই কথা উনি বলছেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিভেদ ছড়াতে এসেছেন রাজ্যে, তৃণমূল নেত্রীর এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন "আমরা এনআরসি নিয়ে কোনও সভা সমিতি এখনও করিনি। যদিও সবসময় শুরুটা উনি করেন। পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য আলাদা স্কুল,কলেজ,হসপিটাল সব উনি করেছেন। আমরা কিন্তু এসব কিছু করি নি। কোন বিভেদ করিনি। তাই যার মনে পাপ আছে সে সব জায়গায় ওটাই দেখে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন