অবশেষে ভবানীপুর ২৩ পল্লী পুজো মণ্ডপের সামনে স্টল বানালো সিপিআই(এম)। প্রায় ৫২ বছর ধরে ওই স্টল দিয়ে আসছে সিপিআই(এম)। এবার এই স্টল বসান নিয়ে পুলিশের দাদাগিরির অভিযোগ ওঠে। পুলিশ এই স্টল করতে বাধা দেয়। শেষ পর্যন্ত এলাকার মানুষ প্রতিবাদ করেই স্টল বসিয়েছেন।
গণশক্তিতে প্রকাশিত খবর অনুসারে, পুলিশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে স্টল তুলে দিতে চাইছিল। কোথাও কোনও বুকস্টল করা যাবে না। কিন্তু প্রতিবাদ করেন এলাকার মানুষ। দিনভর বিক্ষোভের পর পুলিশের আপত্তি সত্ত্বেও স্টল চালু হয় ভবানীপুরের ২৩ পল্লীর সামনে। এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, দক্ষিণ কলকাতার ভবানীপুর মার্কসীয় আদর্শের এই বুকস্টল প্রায় ৫২ বছর ধরে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে, ২৩ পল্লীর পাশে হয়ে আসছে। দুর্গাপুজোর সময় ওই স্টল প্রচুর মানুষ আসেন বই কিনতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন