আগামী বছর দুর্গাপুজো পড়েছে কার্তিক মাসে। পুজোতে একটা বড় চমকও থাকছে। অর্থাৎ ২০২০ সালের দুর্গাপুজো মহালয়ার ৩৫ দিন পর হতে চলেছে। আগামী বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর আর দেবীর বোধন ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০২০ সালের আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়েছে। তাই সনাতন হিন্দুমতে দুটি অমাবস্যা পড়ে যাওয়ার কারণে আশ্বিন মাস মলমাস হিসেবে চিহ্নিত হয়েছে। তাই দুর্গাপুজো পিছিয়ে কার্তিক মাসেই হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, একই কারণে ১৯৮২ ও ২০০১ সালে পুজো একমাস পিছিয়ে হয়েছিল।
আগামী বছর দুর্গাপুজো মহালয়ার ৩৫ দিন পর!
আগামী বছর দুর্গাপুজো পড়েছে কার্তিক মাসে। পুজোতে একটা বড় চমকও থাকছে। অর্থাৎ ২০২০ সালের দুর্গাপুজো মহালয়ার ৩৫ দিন পর হতে চলেছে। আগামী বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর আর দেবীর বোধন ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০২০ সালের আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়েছে। তাই সনাতন হিন্দুমতে দুটি অমাবস্যা পড়ে যাওয়ার কারণে আশ্বিন মাস মলমাস হিসেবে চিহ্নিত হয়েছে। তাই দুর্গাপুজো পিছিয়ে কার্তিক মাসেই হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, একই কারণে ১৯৮২ ও ২০০১ সালে পুজো একমাস পিছিয়ে হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন