রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর নতুন বেতন কাঠামোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া টাকা বা এরিয়ার পাবেন কবে থেকে? এই প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দেন নি অর্থমন্ত্রী অমিত মিত্র।
বরং বড় রকমের রহস্য রেখে দিলেন। তিনি বললেন, "পে কমিশন যা সুপারিশ করেছে তাই হবে। এর বেশি কিছু বলছি না।"আজকের গুরুত্বপূর্ণ বিষয় হল, মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে না এসে পাঠিয়ে দিয়েছেন অর্থমন্ত্রীকে।
মন্ত্রীসভার বৈঠকের পর এ দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ষষ্ঠ পে কমিশনের সব সুপারিশ মোটের উপর মেনে নেওয়া হল। যদিও কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পে কমিশনের সুপারিশের থেকেও অনেকটা ভাতা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এক বারের জন্য অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের বকেয়া টাকার প্রসঙ্গে কিছুই বলেন নি।
দেখে নিন বর্ধিত ভাতার পরিমাণ:-
বাড়ি ভাড়া ভাতা এবার ৬ হাজার টাকা ঠেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। মেডিক্যাল অ্যালাউন্স মাসে ৩০০ টাকা থেকে এবার বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল কমিশন। রাজ্য সরকার সেটাকে আরও বাড়িয়ে ৫০০ টাকা করল। ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা।
টিফিন খরচ আগে ছিল ১০ টাকা। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। কিন্তু সরকার বাড়িয়ে ৩০ টাকা করল। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা।
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রাজ্য সরকার সেটাকে বাড়িয়ে করল ২ লাখ।
মন্ত্রীসভার বৈঠকের পর এ দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ষষ্ঠ পে কমিশনের সব সুপারিশ মোটের উপর মেনে নেওয়া হল। যদিও কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পে কমিশনের সুপারিশের থেকেও অনেকটা ভাতা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এক বারের জন্য অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের বকেয়া টাকার প্রসঙ্গে কিছুই বলেন নি।
দেখে নিন বর্ধিত ভাতার পরিমাণ:-
বাড়ি ভাড়া ভাতা এবার ৬ হাজার টাকা ঠেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। মেডিক্যাল অ্যালাউন্স মাসে ৩০০ টাকা থেকে এবার বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল কমিশন। রাজ্য সরকার সেটাকে আরও বাড়িয়ে ৫০০ টাকা করল। ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা।
টিফিন খরচ আগে ছিল ১০ টাকা। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। কিন্তু সরকার বাড়িয়ে ৩০ টাকা করল। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা।
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রাজ্য সরকার সেটাকে বাড়িয়ে করল ২ লাখ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন