রাজ্য সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ আছে শিক্ষকদের। বহু বার রাজ্য সরকারের কাছে অভিযোগ জানিয়ে এবং আলোচনার টেবিলে বসে সেই সব সমস্যার সমাধান হয় নি বলে অভিযোগ।
এবার তাই শিক্ষকদের দুটো গুরুত্বপূর্ণ দাবি সামনে রেখে নবান্ন অভিযানে নামতে চলেছেন রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ। এবারের এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে।
এই সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "বহু বছর ধরে আমরা পিটিটিআই পড়ুয়াদের হয়ে লড়াই করছি। এই সমস্যা আগের সরকারের সময় থেকে শুরু হয়। তৎকালীন বিরোধী নেত্রী এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ছিলেন। পরে ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, তিন বছরের মধ্যে পিটিটিআই পড়ুয়াদের তিনি চাকরির ব্যবস্থা করে দেবেন। কিন্তু দেখতে দেখতে আট বছর পার হয়ে গেলেও বর্তমান রাজ্য সরকার এই নিয়ে কোনও উদ্যোগ নেয় নি। এর পরে রাজ্যের শিক্ষামন্ত্রী পে-ফিক্সেশন ও পে প্রটেকশন নিয়ে আশ্বাস দেন। অথচ তা এখনও কার্যকর করা হয় নি। এই বঞ্চনার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে গেলে পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়। এর ফলে বাধ্য হয়ে আমাদের নবান্ন অভিযানে যেতে হচ্ছে।"
এর পরে তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ফলে সিনিয়র শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন অনেক দিক দিয়ে। আর তাই এই দুই সমস্যাকে সামনে রেখে চলতি মাসের ২৩ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
এই সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "বহু বছর ধরে আমরা পিটিটিআই পড়ুয়াদের হয়ে লড়াই করছি। এই সমস্যা আগের সরকারের সময় থেকে শুরু হয়। তৎকালীন বিরোধী নেত্রী এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ছিলেন। পরে ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, তিন বছরের মধ্যে পিটিটিআই পড়ুয়াদের তিনি চাকরির ব্যবস্থা করে দেবেন। কিন্তু দেখতে দেখতে আট বছর পার হয়ে গেলেও বর্তমান রাজ্য সরকার এই নিয়ে কোনও উদ্যোগ নেয় নি। এর পরে রাজ্যের শিক্ষামন্ত্রী পে-ফিক্সেশন ও পে প্রটেকশন নিয়ে আশ্বাস দেন। অথচ তা এখনও কার্যকর করা হয় নি। এই বঞ্চনার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে গেলে পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়। এর ফলে বাধ্য হয়ে আমাদের নবান্ন অভিযানে যেতে হচ্ছে।"
এর পরে তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ফলে সিনিয়র শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন অনেক দিক দিয়ে। আর তাই এই দুই সমস্যাকে সামনে রেখে চলতি মাসের ২৩ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন