সম্প্রতি কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপ করার পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী উর্মিলা। তখনও বোঝা যায়নি যে, কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।
উর্মিলা লিখেছেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করলাম। আমায় আইএনসি-তে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।" এবারের লোকসভা নির্বাচনে নর্থ মুম্বই থেকে ভোটে লড়েছিলেন এই অভিনেত্রী। আর প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছিলেন বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে। এক সংবাদমাধ্যমে উর্মিলা জানিয়েছেন, "দলের আভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ আমায় একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করছিল। আমার রাজনৈতিক ও সামাজিক চেতনা কিছুতেই এই রাজনীতিকে সমর্থন করে না। মুম্বই কংগ্রেসের আরও বড় কিছুর জন্য লড়াই করা উচিত, নিজেদের উন্নত করা উচিত।" তবে এরপর কোন দলে যোগ দেবেন তা স্পষ্ট করেননি উর্মিলা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন