রাজ্যসরকারের বিরুদ্ধে ফের আদালত অবমাননার অভিযোগের মতন গুরুতর অভিযোগ আনলেন শিক্ষকরা। এর প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন টি.জি.টি স্কেলের দাবিতে পাস ক্যাটাগরির শিক্ষকদের সংগঠন বিজিটি-এর প্রতিনিধিরা। এর প্রতিবাদের অংশ হিসাবে শুক্রবার তারা তিনটি মামলা সংক্রান্ত এফিডেভিট হাইকোর্টে জমা দেন। আদালতের কাছে দ্রুত এই মামলার শুনানির জন্য অনুরোধ করেন।
এর পরে ওই সংগঠনের এক প্রতিনিধি বলেন, পাস ক্যাটাগরির শিক্ষকদের টি.জি.টি.স্কেল প্রদান সম্পর্কিত হাইকোর্টের যে নির্দেশ আছে সেটাকে মান্যতা না দিয়ে এভাবে ষষ্ঠ পে কমিশন চালু করা কার্যত আদালতের রায় কে অবমাননার সামিল। দীর্ঘদিন ধরে টি.জি.টি স্কেল প্রদানে হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছেন শিক্ষকরা এবং এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন শিক্ষকদের প্রতিনিধি দল। যদিও এত কিছুর পরেও ষষ্ঠ পে কমিশনের প্রথম অংশের প্রকাশিত রিপোর্টে তাদের দাবির কথা কিছুই বলা নেই। এর ফলে রাজ্য সরকারের উপর তারা ভরসা করতে পারছে না তাঁরা। রাজ্য সরকার যাতে পাস ক্যাটাগরির শিক্ষকদের বঞ্চিত করে ষষ্ঠ পে কমিশন কার্যকর করতে না পারে তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন