আপার প্রাইমারির নিয়োগ কি পুজোর আগে করা সম্ভব? এখন এই প্রশ্ন দেখা দিয়েছে হবু শিক্ষকদের মধ্যে। চলতি মাসের ২০ তারিখ আপার প্রাইমারি মামলা নিয়ে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে।
ওই দিন যদি হাইকোর্ট আপার প্রাইমারির চূড়ান্ত ফল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে প্যানেল প্রকাশ করবে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর যদি কোর্ট প্যানেল প্রকাশের উপর নিষেধাজ্ঞা বজায় রাখে, তাহলে নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা বলা বেশ কঠিন। কিন্তু কমিশনের অনেকেই মনে করছেন ওই দিন অর্থাৎ চলতি মাসের ২০ তারিখ আদালত প্যানেল প্রকাশের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আর যদি তাই হয়, তাহলে ভাগ্য খুলতে পারে হবু শিক্ষকদের অনেকের। এখন দেখার শেষ পর্যন্ত আদালত কি সিদ্ধান্ত নেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন