বহু বিতর্কের পরে আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ভেরিফিকেশন, ইন্টারভিউয়ের পর এবার দরকার সঠিক সময়ে প্যানেল প্রকাশ করার। হবু শিক্ষকদের দাবি, পুজোর আগেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কাজ। কিন্তু আদালতে মামলার কারণে এখনই প্যানেল প্রকাশ করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগে কি চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে কমিশন!
এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই নিয়ে কি ভাবছে কমিশন? কমিশন সূত্রে পাওয়া খবর, চলতি মাসের ২০ তারিখ আপার প্রাইমারি মামলা নিয়ে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। ওই দিন যদি হাইকোর্ট আপার প্রাইমারির চূড়ান্ত ফল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে প্যানেল প্রকাশ করবে। আর পুজোর আগেই কাউন্সেলিং করে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে সুপারিশ পত্র। কিন্তু তারপরেও বাকি থেকে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের থেকে চূড়ান্ত নিয়োগ পত্র দেওয়া। নিয়োগ পত্র হাতে পাওয়ার পর স্কুলে স্কুলে জয়েনিং-এর প্রক্রিয়া। সেটা পুজোর আগে করা কতটা সম্ভব তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও প্রার্থীদের একাংশের মতে কমিশনের ইচ্ছা থাকলে পুজোর আগেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব। যদি ২০সেপ্টেম্বর আদালত প্যানেল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবেই পুজোর আগেই নিয়োগ পত্র প্রার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন