বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় পড়লে বিড়াল তবেই গাছে ওঠে। এই রাজ্যে সিপিআই(এম) এর অবস্থা অনেকটা সেই রকম। ভোট কমতে কমতে এখন ৭ শতাংশের কাছে এসে দাঁড়িয়েছে। তাই এখন তাদের রাজনৈতিক অবস্থান কি হবে তা ঠিক করতে হিমসিম খাচ্ছে এই রাজ্যের সিপিআই(এন) নেতৃত্ব।
এবার দুর্গাপুজো উদ্বোধনে হাজির সিপিআই(এম) নেতা।
অবাক হলেও জনসংযোগের লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করছেন বাম সমর্থকদের একটা বড় অংশ। এবার নিজের বিধানসভা কেন্দ্রে পুজো উদ্বোধনে হাজির বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। আর তন্ময় বাবুর এমন পদক্ষেপে অস্বস্তি বেড়েছে আলিমুদ্দিনের। প্রশ্ন উঠছে, পার্টি কংগ্রেসের সংশোধিত লাইন অনুযায়ী সরাসরি পুজো উদ্বোধন করতে পারেন কি সিপিআই(এম)-এর নেতারা?। সিপিআই(এম) বিধায়ক তন্ময় ভট্টাচার্যের যুক্তি, পুজো উদ্বোধন করা যাবে না এমন কথা কোথাও দল বলেনি। বাঙালির এই উত্সবে অংশগ্রহণ করলে সমস্যাই বা কোথায়? তবে, সিপিআই(এম)-এর একটা বড় অংশের পাল্টা যুক্তি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মতো প্রথম সারির নেতৃত্বের কাছেও প্রতিবছর এমন অনেক অফার আসে। কিন্তু তাঁরা সন্তর্পণে এড়িয়ে যান। পার্টি কংগ্রেসের সংশোধিত লাইন অনুযায়ী অন্যের ধর্মীয় ভাবাবেগকে অসম্মান না করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। আর তাই পুজোতে সরাসরি অংশগ্রহণ না করলেও জনসংযোগ ধরে রাখতে বুক স্টলের আয়োজনের মাধ্যমে জনসংযোগের কাজ চালিয়ে যান বাম নেতৃত্ব।
এবার দুর্গাপুজো উদ্বোধনে হাজির সিপিআই(এম) নেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন