এবার নারদকাণ্ডে তলব করা হল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এর পাশাপাশি ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও। আগামী বুধবার তাঁদের নিজাম প্যালেসের সিবিআই-র দফতরে হাজির হতে বলা হয়েছে।
ওই দিন তাঁদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সিবিআইয়ের এক সূত্রের দাবি। সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
যদিও এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য। কিন্তু তিনি তখন দিল্লিতে ছিলেন। এক সূত্রের দাবি, তিনি সেই সময় কেন্দ্রীয় আধিকারিকদের জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন। সেই কারণেই তিনি সিবিআই-র দফতরে এখন হাজির হতে পারবেন না। তাই তাঁকে ফের ডাকা হয়েছে বলে অনুমান।
যদিও এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য। কিন্তু তিনি তখন দিল্লিতে ছিলেন। এক সূত্রের দাবি, তিনি সেই সময় কেন্দ্রীয় আধিকারিকদের জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন। সেই কারণেই তিনি সিবিআই-র দফতরে এখন হাজির হতে পারবেন না। তাই তাঁকে ফের ডাকা হয়েছে বলে অনুমান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন