বাবুল সুপ্রিয়কে ঘিরে ছাত্র বিক্ষোভের সমর্থন করলেন না সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। যাদবপুরের বিধায়ক জানান, "ছাত্ররা কালো পতাকা দেখাতে পারতেন। কিন্তু গায়ে হাত তোলাকে সমর্থন করা যায় না। প্রতিবাদের একটা ধরন আছে।
এমন আচরণ সমর্থনযোগ্য নয়।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম হেনস্থার শিকার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন বলে জানা গিয়েছে। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে পড়েও যান বাবুল সুপ্রিয়। তাঁকে অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এবিভিপি। ওই অনুষ্ঠানেই সঙ্গীতশিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢোকা মাত্রই উত্তেজনা ছড়ায়। বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁর নিরাপত্তা বলয় ভেঙে তাঁর উপর কার্যত চড়াও হয় এক দল পড়ুয়া। তাঁকে ধাক্কা দিতে দিতে ৩ নম্বর গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে পড়ুয়ার দল। ধাক্কাধাক্কির ফলে পড়ে যান বাবুল সুপ্রিয়। তাঁর জামার ছিঁড়ে যায়। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কেন এভাবে হেনস্থার শিকার হতে হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম হেনস্থার শিকার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন বলে জানা গিয়েছে। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ধাক্কাধাক্কিতে পড়েও যান বাবুল সুপ্রিয়। তাঁকে অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এবিভিপি। ওই অনুষ্ঠানেই সঙ্গীতশিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢোকা মাত্রই উত্তেজনা ছড়ায়। বিরোধী গোষ্ঠীর একদল পড়ুয়া তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁর নিরাপত্তা বলয় ভেঙে তাঁর উপর কার্যত চড়াও হয় এক দল পড়ুয়া। তাঁকে ধাক্কা দিতে দিতে ৩ নম্বর গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে পড়ুয়ার দল। ধাক্কাধাক্কির ফলে পড়ে যান বাবুল সুপ্রিয়। তাঁর জামার ছিঁড়ে যায়। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কেন এভাবে হেনস্থার শিকার হতে হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন