স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এবার কমিশনের সফল চাকরি প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠল। এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ক্লাস নাইন-টেনের শারীরশিক্ষা বিষয়ে চাকরি পাওয়া এক শিক্ষিকা।
ওই শিক্ষিকার নাম জয়শ্রী মাইতি বলে জানা গিয়েছে। চলতি বছরই চাকরি পেয়েছেন তিনি। কিন্তু কাউন্সেলিং-এর সময় কাছাকাছি কোনও স্কুল তাঁর পোস্টিং দেওয়া হয় নি। বাড়ি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মির্জাপুর ডক্টর জে এন এস বালিকা বিদ্যালয়ে তাঁর পোস্টিং দেওয়া হয়। এই কাউন্সিলিংয়ের সময় এবং পোস্টিং দেবার সময় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। আর এই কারচুপির জন্য তিনি নিজের জেলায় স্কুল বেছে নেওয়ার সুযোগ পান নি বলে অভিযোগ করেন। পুরো বিষয়টি তিনি ৩ সেপ্টেম্বর প্রমাণসহ চিঠি লিখে কমিশনকে জানিয়েছে। তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও সদুত্তর পাননি। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এবিষয়ে তাঁর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অভিযোগ উঠেছে যে, নিজেদের পছন্দের প্রার্থীদের নির্দিষ্ট স্কুলে সুযোগ করিয়ে দেওয়ার জন্য একই স্কুল কোড নম্বরে দু-টো স্কুলের নাম রয়েছে। যেটা কোনও ভাবেই হতে পারে না।"
এবিষয়ে তাঁর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অভিযোগ উঠেছে যে, নিজেদের পছন্দের প্রার্থীদের নির্দিষ্ট স্কুলে সুযোগ করিয়ে দেওয়ার জন্য একই স্কুল কোড নম্বরে দু-টো স্কুলের নাম রয়েছে। যেটা কোনও ভাবেই হতে পারে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন