গতকাল কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে ছিলেন রাজ্যের কয়েক হাজার আপারের পরীক্ষার্থী। আদালতের সিদ্ধান্তে কিছুটা হতাশ হবু শিক্ষকরা। এর ফলে পুজোর আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আটকে গেল, এমনটাই মনে করছেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।
গতকাল আদলতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর থেকে যাতে আইনি বাধা উঠে যায় তার সব চেষ্টা করে কমিশন। শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, হবু শিক্ষকদের বিস্তারিত তথ্য পিডিএফ আকারে প্রকাশ করা হবে।
যদিও সবকিছু শোনার পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় চলতি মাসের ২৬ তারিখ।
গতকাল কমিশনের এই উদ্যোগ নিয়ে হবু শিক্ষকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অনেকের প্রশ্ন, কমিশন নিয়োগ নিয়ে যে উদ্যোগ গতকাল দেখালেন ওই উদ্যোগ আগে দেখালে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকত না।
আপার মামলার শুনানির দিন পিছিয়ে যাবার ফলে বেশ হতাশ হবু শিক্ষকরা। অনেকের ধারণা ফের আটকে গেল আপারের নিয়োগ। কমিশন সূত্রের খবর ২৬ তারিখ আদালত যদি আপার প্রাইমারির চূড়ান্ত ফল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে মেরিটলিস্ট প্রকাশ করতে পারে। এমনকি কমিশনের তরফে গতকাল আদালতে বলা হয়, যদি আদালত নির্দেশ দেয় তাহলে মেরিটলিস্ট প্রকাশ করতে পারে কমিশন। গতকাল কমিশনের আইনজীবীর এমন বক্তব্যের পরে এখনও ভাল কিছু খবরের আশায় আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
গতকাল আদলতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর থেকে যাতে আইনি বাধা উঠে যায় তার সব চেষ্টা করে কমিশন। শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, হবু শিক্ষকদের বিস্তারিত তথ্য পিডিএফ আকারে প্রকাশ করা হবে।
গতকাল কমিশনের এই উদ্যোগ নিয়ে হবু শিক্ষকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অনেকের প্রশ্ন, কমিশন নিয়োগ নিয়ে যে উদ্যোগ গতকাল দেখালেন ওই উদ্যোগ আগে দেখালে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকত না।
আপার মামলার শুনানির দিন পিছিয়ে যাবার ফলে বেশ হতাশ হবু শিক্ষকরা। অনেকের ধারণা ফের আটকে গেল আপারের নিয়োগ। কমিশন সূত্রের খবর ২৬ তারিখ আদালত যদি আপার প্রাইমারির চূড়ান্ত ফল প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে মেরিটলিস্ট প্রকাশ করতে পারে। এমনকি কমিশনের তরফে গতকাল আদালতে বলা হয়, যদি আদালত নির্দেশ দেয় তাহলে মেরিটলিস্ট প্রকাশ করতে পারে কমিশন। গতকাল কমিশনের আইনজীবীর এমন বক্তব্যের পরে এখনও ভাল কিছু খবরের আশায় আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
Gamrni
উত্তরমুছুন