ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নিল রাজ্য মন্ত্রীসভা । ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী কোনও রাজ্য সরকারি কর্মীর বেতন যদি আগে ১০০ টাকা ছিল, তাঁর এবার বেতন হবে ২৮০.৯০ টাকা। একইসঙ্গে দ্বিগুণ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। ৬ লাখ থেকে বেড়ে বেড়ে এবার ১২ লাখ হচ্ছে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। এছাড়া আরও কিছু খাতে বাড়ছে ভাতার পরিমাণ। ষষ্ঠ পে কমিশনের সুপারিশের থেকেও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্য।
দেখে নিন বর্ধিত ভাতার পরিমাণ:-
বাড়ি ভাড়া ভাতা এবার ৬ হাজার টাকা ঠেকে বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। মেডিক্যাল অ্যালাউন্স মাসে ৩০০ টাকা থেকে এবার বাড়িয়ে ৪০০ টাকা করার সুপারিশ করেছিল কমিশন। রাজ্য সরকার সেটাকে আরও বাড়িয়ে ৫০০ টাকা করল। ঊর্ধ্বসীমা ২৫০০ থেকে বেড়ে হচ্ছে ৩৫০০ টাকা।
টিফিন খরচ আগে ছিল ১০ টাকা। কমিশন ২০ টাকা করার সুপারিশ করে। কিন্তু সরকার বাড়িয়ে ৩০ টাকা করল। আর সর্বোচ্চ ৬০ টাকাকে বাড়িয়ে করা হল ১৮০ টাকা।
নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রাজ্য সরকার সেটাকে বাড়িয়ে করল ২ লাখ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন