এবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কে। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র নির্বাচিত হলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
এর পাশাপাশি এআইসিসি-র জাতীয় মুখপাত্র করা হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের মেয়ে আনশুল মীরা কুমার-কে। দলের গুরুত্বপূর্ণ পদে এই দুই কংগ্রেস নেত্রীর নাম ঘোষণা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। যদিও শর্মিষ্ঠা এর আগে দিল্লি কংগ্রেসের মুখপাত্র ছিলেন। পরে দিল্লি মহিলা কংগ্রেসের প্রধানও হয়েছিলেন। জাতীয় মুখপাত্র নির্বাচিত হওয়ার পরে সোনিয়াকে কৃতজ্ঞতা জানিয়েছেন শর্মিষ্ঠা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন