এর পরে সারদা চিটফান্ডের কর্ণধার সুদীপ্ত সেনকে জম্মু ও কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করে নিয়ে আসে রাজীব কুমারের নেতৃত্বাধিন টিম। কিন্তু পরে ২০১৪ সাল নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশে সারদার তদন্তভার চলে যায় কেন্দ্রীয় তদন্তিকারী সংস্থা সিবিআইয়ের হাতে। আদালতের নির্দেশে সারদার সব নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হয় রাজীব কুমারকে। কিন্তু অভিযোগ ওঠে রাজীব কুমার পরিকল্পনা মাফিক বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলেছেন।
এই প্রসঙ্গে বলতে গিয়ে সোমেন মিত্র বলেন, সারদা কাণ্ডে আগে তৃণমূলের বহু হেভি-ওয়েট নেতা জেল খেটেছেন। তিনি ধরা পড়লে দলের অনেক রথি মহারথির রাজনৈতিক জীবনই শেষ হয়ে যাবে এবং সরকারের অস্তিত্ব নিয়েই সংশয় দেখা দেবে। এখন সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে ওকে মেরে ফেলা ছাড়া আর কোনও রাস্তা নেই। সেই জন্যই আমাদের ভয় হচ্ছে, ওকে মেরে না দেয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন