প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনও খুঁজে পেতে ব্যর্থ সিবিআই। এবার রাজীব কুমার বিতর্কে প্রশ্ন তুললেন বিচারপতি। এবার বিচারপতি জানতে চাইলেন কেন আত্মসমর্পণ করছেন না রাজীব কুমার?
বিশেষ আদালত যখন বলেছে গ্রেফতারিতে বাধা নেই, তখন আগাম জামিনের আবেদন কেন করা হচ্ছে। মঙ্গলবার বিচারপতি সইদুল্লা মুন্সির এজলাসে রাজীবের আগাম জামিনের মামলা ওঠে। তিনি বলেন এই মামলাটির শুনানি হবে বুধবার। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ২১ সেপ্টেম্বর আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এরপর আলিপুর আদালত জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার দরকার নেই। এর পর হাইকোর্টে আবেদন করেন রাজীব। যদিও পলাতক রাজীবের খোঁজে শহর জুড়ে তল্লাসি শুরু করেছে সিবিআই। এরই পাশাপাশি রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমার আরও কিছুদিন সময় চেয়েছেন সিবিআইয়ের কাছে। তবে সেই আবেদন খারিজ করে দেয় সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন