এখনও খোঁজ নেই রাজীব কুমারের। যদিও সবার চোখের আড়ালে থেকেই গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের আবেদন করেছিলেন রাজীব কুমার। বিশেষ সূত্রের খবর, ওই ওকালত নামাতে রাজীব কুমারের নিজের সই ছিল।
আর এই সই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাহলে কি প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কলকাতার কোথাও আত্মগোপন করে রয়েছেন? আর যদি কলকাতায় থাকে তাহলে কেন তাঁর হদিস পাচ্ছে না তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে এমন সব প্রশ্ন ওঠা শুরু করেছে।
আগাম জামিন পেতে আবেদনকারীকে ওকালতনামায় সই করতে হয়। এটাই নিয়ম। গত শনিবার রাজীব কুমার আলিপুর আদালতে যে আগাম জামিনের আবেদন করেন,সেই ওকালতনামায় সই ছিল স্বয়ং রাজীব কুমারের। যাকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।
শনিবার আলিপুর আদালতে ওকালতনামা জমা পড়ার পর সিবিআইয়ের অনুমান ছিল, ওই আবেদনে হয়ত রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের সই রয়েছে। কিন্তু পরে বিষয়টি জানাজানি হয়ে যায় যে, ওকালতনামায় সই রয়েছে রাজীবের।
আগাম জামিন পেতে আবেদনকারীকে ওকালতনামায় সই করতে হয়। এটাই নিয়ম। গত শনিবার রাজীব কুমার আলিপুর আদালতে যে আগাম জামিনের আবেদন করেন,সেই ওকালতনামায় সই ছিল স্বয়ং রাজীব কুমারের। যাকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।
শনিবার আলিপুর আদালতে ওকালতনামা জমা পড়ার পর সিবিআইয়ের অনুমান ছিল, ওই আবেদনে হয়ত রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের সই রয়েছে। কিন্তু পরে বিষয়টি জানাজানি হয়ে যায় যে, ওকালতনামায় সই রয়েছে রাজীবের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন