সারদা আর্থিক কেলেঙ্কারির তথ্য-লোপাটে অভিযুক্ত রাজীব কুমার। তাঁকে হাতে পেতে হন্যে হয়ে এখনও খুঁজে বেড়াচ্ছে সিবিআই। জানা গিয়েছে, রবিবার কালীঘাটে পৌঁছায় সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এ দিন সিবিআইয়ের একটি দল সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাইপাস হয়ে আলিপুর এবং হাজরা তারপর কালীঘাট পৌঁছায়।
আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি পর্বে সিবিআই দাবি করে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার পলাতক। গত ১৪ সেপ্টেম্বর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। কলকাতায় একাধিক জায়গার পাশাপাশি উত্তরপ্রদেশেও তাঁর খোঁজ চালায় সিবিআই। কিন্তু হদিশ মেলেনি। জেরার জন্য একাধিক নোটিশ পাঠানোর পর হাজিরা না দিলেও আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন জানিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বরও সিবিআই সূত্রে জানা যায়, গোয়েন্দাদের একটি দল হাজরা এবং কালীঘাট এলাকাতেও ঘোরাফেরা করেছে। এর পাশাপাশি রাজীবের পার্ক স্ট্রিটের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দু-দিন আগে এক ট্রাভেল এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন আলিপুর বডিগার্ড লাইন এবং পার্ক স্ট্রিটেও হানা দেয় সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন