এখনও তাঁকে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। কিন্তু তিনি আড়াল থেকেই সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। এবার সিবিআই-এর নোটিশের জবাব দিলেন রাজীব কুমার। রোজভ্যালি কাণ্ডে আগেই নাম জড়িয়েছিল রাজীবের।
আর রবিবার রাজীব কুমারকে রোজভ্যালি ইস্যুতে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই নোটিশেরই জবাব দিয়েছেন রাজীব কুমার। আর সেই জবাব ঘিরেই বিতর্ক শুরু। রাজীব ইস্যুতে সিবিআই-এর হাতে এবার অস্ত্র হতে চলেছে প্রাক্তন পুলিশ কমিশনারের এই 'জবাব'। এই রোজভ্যালি ইস্যুতে সিবিআই-এর কাছে সময় চেয়েছেন রাজীব কুমার। এক সূত্রের দাবি, রাজীব জানিয়েছেন, ৩০ তারিখ পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। আর এখান থেকে শুরু বিতর্ক। এর আগে সারদাকাণ্ডে সিবিআই-এর তলবের প্রেক্ষিতে রাজীব জানিয়েছিলেন, ২৫ তারিখ অবধি ছুটিতে আছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, ৫ দিন ছুটি হঠাৎ কী করে বেড়ে গেল! ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো ছুটি পাওয়া সম্ভব নয়। তাহলে কি তাঁর ছুটি বাড়ানো হয়েছে? যদি তা করা হয়ে থাকে, তাহলে কে কীভাবে আবেদন জানাল? সেই আবেদন মঞ্জুরই বা কে করল? এবার এই সব কিছুর খোঁজ নিতে চাইছে সিবিআই আধিকারিকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন