আজ সকাল থেকেই মেঘলা ছিল শহর কলকাতার আকাশ। কলকাতা সহ বেশকিছু জেলাতে সকাল ৯ টার পর থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতার বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টির দেখা মিলেছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজেছে শহর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হবে কলকাতার নানা প্রান্ত ও হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু এলাকায়। ভিজতে পারে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাও। তবে কলকাতায় ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায়। এর সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুদিন ভারি বৃষ্টি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন