রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। নিয়োগ নিয়ে বার বার অস্বচ্ছতার অভিযোগ এনেছেন রাজ্যের হবু শিক্ষকরা। আর তার জেরে বহু বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশের।
আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে।
সেই নিয়ে আদলতে মামলাও হয়েছে। চলতি মাসের ২০ তারিখ ওই মামলার রায়ের উপর আপার প্রাইমারির নিয়োগ অনেকটাই নির্ভর করছে।
এই রকম পরিস্থিতিতে আপারের পরীক্ষার্থীরা চলতি মাসের ১৯ তারিখ অর্থাৎ আজ মূলত দুটি দাবি,আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগ ও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে বসতে চলেছেন করুণাময়ী বাস স্ট্যান্ডে। সময় দুপুর ২টো।
এই অনশনে প্রায় হাজারের কাজে চাকরি-প্রার্থী হাজির থাকবেন বলে জানিয়েছেন এই আন্দোলনের আয়োজকরা। এখন দেখার এই আন্দোলন কতটা তীব্র আকার নেয়। আর তার উপর আপারের নিয়োগ অনেকটাই নির্ভর করবে বলে মনে করেছে হবু শিক্ষকদের একটা বড় অংশ।
আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে।
এই রকম পরিস্থিতিতে আপারের পরীক্ষার্থীরা চলতি মাসের ১৯ তারিখ অর্থাৎ আজ মূলত দুটি দাবি,আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগ ও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে বসতে চলেছেন করুণাময়ী বাস স্ট্যান্ডে। সময় দুপুর ২টো।
এই অনশনে প্রায় হাজারের কাজে চাকরি-প্রার্থী হাজির থাকবেন বলে জানিয়েছেন এই আন্দোলনের আয়োজকরা। এখন দেখার এই আন্দোলন কতটা তীব্র আকার নেয়। আর তার উপর আপারের নিয়োগ অনেকটাই নির্ভর করবে বলে মনে করেছে হবু শিক্ষকদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন