রাজ্যে বহু নিয়োগ-প্রক্রিয়া আটকে আছে। নিয়োগের দাবিতে আদালতে দায়ের হয়েছে মামলা। রাজ্য সরকার বার বার দাবি করে এসেছে আদালতে মামলা চলার কারণে নিয়োগ করতে পারছেনা তারা। যদিও সরকারের এই যুক্তি মানতে নারাজ চাকরি প্রার্থীরা।
তাদের যুক্তি, বহু ক্ষেত্র আদালত নিয়োগের নির্দেশ দেবার পরেও কেন নিয়োগ করেনি সরকার? এমনকি গ্রুপ ডি পরীক্ষায় পাশ করার পরেও এখনও তাদের নিয়োগ করা হয় নি?
চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০১৭ সালে। কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দিতে পারেন নি। তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি-প্রার্থীরা। অভিযোগ, ২০১৭ সালে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের দেওয়া হয় নি। তাঁদের মতো প্রায় ২০০০ প্রার্থী আজকের এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন দফতর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন তাঁরা। কিন্তু, এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান হয় নি। এমন কি 'দিদিকে বলো'-তেও ফোন করেছেন তাঁরা। কিন্তু সেখান থেকেও তাঁদের বারবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাঁদের একটাই দাবি, চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। এই দাবি নিয়ে আজ তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান । কিন্তু, পথে পুলিশ ১৪৪ ধারার অজুহাত দিয়ে তাদের সেই মিছিল আটকে দেয়।
চাকরি প্রার্থীরা গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০১৭ সালে। কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দিতে পারেন নি। তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি-প্রার্থীরা। অভিযোগ, ২০১৭ সালে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের দেওয়া হয় নি। তাঁদের মতো প্রায় ২০০০ প্রার্থী আজকের এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন দফতর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন তাঁরা। কিন্তু, এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান হয় নি। এমন কি 'দিদিকে বলো'-তেও ফোন করেছেন তাঁরা। কিন্তু সেখান থেকেও তাঁদের বারবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাঁদের একটাই দাবি, চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। এই দাবি নিয়ে আজ তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান । কিন্তু, পথে পুলিশ ১৪৪ ধারার অজুহাত দিয়ে তাদের সেই মিছিল আটকে দেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন