বঙ্গ রাজনীতির অন্দরে কান পাতলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোর কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন বিধানসভা নির্বাচনী বৈতরণী পার করতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে প্রশান্ত কিশোরকে নিয়ে নানান বিতর্ক রয়েছে। এই রাজ্যে বহু ভাষাভাষী মানুষের বাস। এই রাজ্য সম্পর্কে কতটা জানেন প্রশান্ত কিশোর, এমন প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূলের মধ্যে।
তৃণমূল সূত্রের খবর, প্রশান্ত কিশোরের টিম মধ্যরাতে পর্যন্ত বিধায়কদের ফোন করে রীতিমত নির্দেশ দিচ্ছেন। জনসংযোগ বাড়ানো এবং এলাকায় আরও বেশি করে যাওয়ার জন্য বিধায়কদের উপর চাপ দিচ্ছেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের হেভি-ওয়েটরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রশান্ত কিশোরের কথা সেইভাবে আর শুনছেন না। প্রশান্ত কিশোর যা যা বুদ্ধি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী সেগুলি গ্রহণ করছেন না। এমনি অভিযোগ। প্রশান্ত কিশোরের বুদ্ধি এ রাজ্যের সবকটি ক্ষেত্রে কৃতকার্য না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উপেক্ষা করতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের অনুমান, প্রশান্ত কিশোরের বুদ্ধির বাস্তব প্রয়োগ এই রাজ্যে হওয়া খুব কঠিন। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বলে দূরত্ব বাড়ছে প্রশান্ত কিশোরের সঙ্গে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন