ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না। জানিয়ে দিলেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস। গতকাল চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। চশমা খুলে যায় তাঁর। জামা ছিঁড়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি সামলাতে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন উপাচার্য। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় উপাচার্যকে। অপরদিকে, এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ফোন করেন উপাচার্যকে। তবে উপাচার্য তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাবুল। ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুল সুপ্রিয়কে ঘিরে বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান। চলে ধাক্কাধাক্কি। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
এর পরেই রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে আসেন উপাচার্য। তাঁর সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। বেরোনোর সময় ফের শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাবুল। ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুল সুপ্রিয়কে ঘিরে বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান। চলে ধাক্কাধাক্কি। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
এর পরেই রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে আসেন উপাচার্য। তাঁর সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। বেরোনোর সময় ফের শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন