অনেক বিতর্ক, প্রতিবাদ, আন্দোলন করার পর রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো লাগুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ সেপ্টেম্বর শাসক দল প্রভাবিত সরকারি কর্মচারীদের সভায় মমতা নতুন বেতন কাঠামো নিয়ে ভাল খবর শুনিয়েছেন।
কিন্তু সেই ঘোষণার পরেও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০২০ সালের জানুয়ারি থেকে নতুন হারে বেতন পাওয়া যাবে। কিন্তু বেতন কমিশন গঠনের সময় থেকে বকেয়া এরিয়ার কি দেবে নবান্ন?
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বেতন কমিশন লাগুর সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কমিশন যে সব সুপারিশগুলি করেছে তা পর্যালোচনা করা হবে। সেদিন ঘোষণা করে দিলেও বাকি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা এদিন হয় কিনা সেটা দেখার অপেক্ষায় সরকারি কর্মচারীরা। এক সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের একটা চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী!
গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, "বেতন কমিশনের সুপারিশের আজই হাতে পেয়েছি। কমিশন যা সুপারিশ করেছে, আমরা সেটাই মেনে নেব।"
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বেতন কমিশন লাগুর সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কমিশন যে সব সুপারিশগুলি করেছে তা পর্যালোচনা করা হবে। সেদিন ঘোষণা করে দিলেও বাকি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা এদিন হয় কিনা সেটা দেখার অপেক্ষায় সরকারি কর্মচারীরা। এক সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফের একটা চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী!
গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, "বেতন কমিশনের সুপারিশের আজই হাতে পেয়েছি। কমিশন যা সুপারিশ করেছে, আমরা সেটাই মেনে নেব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন