বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে বহু বার। সেই আন্দোলনকে দমাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে পিছিয়ে আসেনি রাজ্য সরকার।
কিন্তু পরিস্থিতির বদল হতে শুরু করে এবারের লোকসভা নির্বাচনের পর থেকে। বঙ্গে ফুটেছে পদ্ম। আর এর পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিছুটা আন্তরিক হয় রাজ্য সরকার।
এবার রীতিমতো হাতজোড় করে আবেদন করলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। সময়ে ডিএ দিতে না পারায় যেন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলবেন না। তিনি চেষ্টা করছেন।
মানস বাবুর কথায়," কিছু কিছু অভিমান হয়ত আছে আপনাদের(সরকারি কর্মচারীদের)। আমরা সময়ে ডিএ টা দিতে পারিনি। কিন্তু বিশাল ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রীকে এগোতে হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যে আয় বাড়ালেও কিন্তু মোটা টাকা কেন্দ্রকে দিয়ে দিতে হচ্ছে। তা সত্ত্বেও তিনি চেষ্টা করা যাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর একজন সৈনিক হিসাবে বলব হাতজোড় করে বলব মুখ্যমন্ত্রীর পাশে থাকুন। সংবর্ধনার দিনে বিনম্রচিত্তে আবেদন আমাদের।"
এবার রীতিমতো হাতজোড় করে আবেদন করলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। সময়ে ডিএ দিতে না পারায় যেন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলবেন না। তিনি চেষ্টা করছেন।
মানস বাবুর কথায়," কিছু কিছু অভিমান হয়ত আছে আপনাদের(সরকারি কর্মচারীদের)। আমরা সময়ে ডিএ টা দিতে পারিনি। কিন্তু বিশাল ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রীকে এগোতে হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যে আয় বাড়ালেও কিন্তু মোটা টাকা কেন্দ্রকে দিয়ে দিতে হচ্ছে। তা সত্ত্বেও তিনি চেষ্টা করা যাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর একজন সৈনিক হিসাবে বলব হাতজোড় করে বলব মুখ্যমন্ত্রীর পাশে থাকুন। সংবর্ধনার দিনে বিনম্রচিত্তে আবেদন আমাদের।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন