রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বলছেন, রাজ্যে এনআরসি হতে দেব না। যদিও এই প্রসঙ্গে বিজেপি শিবিরের দাবি, বাংলায় এনআরসি হবেই। কিছু দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে এসেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে তিনি বলেন, "বাংলায় এনআরসি -র দরকার নেই।" যা নিয়ে ধন্ধে পড়ে যায় বঙ্গ বিজেপির নেতারা। এই রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়, "মমতার সঙ্গে বৈঠকের পর কি পিছিয়ে এলেন অমিত শাহ ?" যদিও বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র দাবি, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি হবেই।
অপরদিকে, যাদবপুর কাণ্ডে গতকাল মিছিল করে একাধিক রাজনৈতিক দল। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় দায়ের হয়েছে এফআইআর-ও। বাবুল কাণ্ডে রিপোর্ট তলব করেছে উচ্চশিক্ষা দফতর। সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। এই বিষয়ে কৈলাস বলেন, "বাবুলকে ঘেরাও করে রাখার পাশাপাশি, তাঁকে অপমান করা হয়েছে। শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। প্রায় চার-ঘণ্টা ধরে এই ঘটনা চলেছে। আর প্রশাসন দাঁড়িয়ে মজা দেখেছে। আর এই ঘটনার পর থেকে সবার মনে প্রশ্ন, পশ্চিমবঙ্গে সরকার আছে, কি নেই ? রাজ্যে এর থেকে বড় অরাজকতা আর কিছু হতে পারে না। এটা তৃণমূল সরকারের ব্যর্থতা। কেন্দ্রীয় মন্ত্রীকে চার-ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। সরকার কিছু ব্যবস্থা নেয় নি। শেষমেশ রাজভবন থেকে স্বয়ং রাজ্যপাল এসে পরিস্থিতি সামলান। আর পুলিশকে কোথাও দেখাই গেল না। আমার মনে হয় এখানে আর এই সরকারের থাকার কোনও দরকার নেই।"
অপরদিকে, যাদবপুর কাণ্ডে গতকাল মিছিল করে একাধিক রাজনৈতিক দল। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় দায়ের হয়েছে এফআইআর-ও। বাবুল কাণ্ডে রিপোর্ট তলব করেছে উচ্চশিক্ষা দফতর। সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। এই বিষয়ে কৈলাস বলেন, "বাবুলকে ঘেরাও করে রাখার পাশাপাশি, তাঁকে অপমান করা হয়েছে। শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। প্রায় চার-ঘণ্টা ধরে এই ঘটনা চলেছে। আর প্রশাসন দাঁড়িয়ে মজা দেখেছে। আর এই ঘটনার পর থেকে সবার মনে প্রশ্ন, পশ্চিমবঙ্গে সরকার আছে, কি নেই ? রাজ্যে এর থেকে বড় অরাজকতা আর কিছু হতে পারে না। এটা তৃণমূল সরকারের ব্যর্থতা। কেন্দ্রীয় মন্ত্রীকে চার-ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে। সরকার কিছু ব্যবস্থা নেয় নি। শেষমেশ রাজভবন থেকে স্বয়ং রাজ্যপাল এসে পরিস্থিতি সামলান। আর পুলিশকে কোথাও দেখাই গেল না। আমার মনে হয় এখানে আর এই সরকারের থাকার কোনও দরকার নেই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন