পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে তদন্তের বড়সড় সাফল্যের পর কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে স্থানান্তরিত করা হয় তাঁকে। প্রায় সাত বছর পর কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ফিরলেন আইপিএস দময়ন্তী সেন।
গতকাল রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজ্য পুলিশের আইজি (প্রশাসন) দময়ন্তী এবার কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) নিযুক্ত হচ্ছেন। বর্তমানে অতিরিক্ত সিপি (৩) পদে রয়েছেন সুপ্রতিম সরকার, যিনি এবার অতিরিক্ত সিপি (৪) হচ্ছেন। এর পাশাপাশি, পূর্ব ঘোষণা অনুযায়ী কলকাতা পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের জন্যে আলাদা করে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। সোমবার জারি করা এক নির্দেশিকায় এমন কথা জানান হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন