লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে। এবার শাসক-বিরোধী সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই। পুলিশের সামনেই চলছে বোমাবাজি। তৃণমূল সমর্থকদের দু-টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে আগুন লাগানোর পালটা অভিযোগ করেছে গেরুয়া শিবিরও। দুই দলের ঝামেলায় বর্তমানে কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছে পাড়ুই।
গতকাল রাত থেকে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বোমাবাজি ও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। শনিবার মাঝরাতে গোলা-গুলি চলে, ফের রবিবার সকাল থেকে শিমুলিয়া গ্রামে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। এরপর অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গ্রামে ঢুকে একে অপরকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। তারা তৃণমূল ও বিজেপির মদত-পুষ্ট বলেই জানিয়েছেন এলাকার লোকজন। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, শাসকদলের দু-জন কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি। বহু কর্মীদের মারধর করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে পাল্টা আগুন লাগানোর অভিযোগ করেছে ওই এলাকার বিজেপি নেতৃত্ব।
গতকাল রাত থেকে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বোমাবাজি ও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। শনিবার মাঝরাতে গোলা-গুলি চলে, ফের রবিবার সকাল থেকে শিমুলিয়া গ্রামে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। এরপর অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গ্রামে ঢুকে একে অপরকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। তারা তৃণমূল ও বিজেপির মদত-পুষ্ট বলেই জানিয়েছেন এলাকার লোকজন। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, শাসকদলের দু-জন কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি। বহু কর্মীদের মারধর করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে পাল্টা আগুন লাগানোর অভিযোগ করেছে ওই এলাকার বিজেপি নেতৃত্ব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন