এই মুহূর্তের বড় খবর, খোঁজ পাওয়া গেল চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের। অবস্থান জানা গিয়েছে বিক্রমের। অরবিটরের মাধ্যমে সেই ছবি পেল ইসরো। এমনি খবর জানিয়েছে চেয়ারম্যান কে শিবন।
শনিবার চাঁদের জমি থেকে মাত্র ২.১ কিমি দূরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন ইসরো চেয়ারম্যান। কিন্তু একবারের জন্য হাল ছাড়েননি তিনি। ১৪ দিন সময় নেন শিবন। জানান, আগামী ১৪ দিন যোগাযোগ করার প্রক্রিয়া চলবে বিক্রমের সঙ্গে।
এই ঘোষণার মাত্র একদিনের মধ্যেই বিক্রমের অবস্থান জানতে পারলেন ইসরো-র বিজ্ঞানীরা। এক সংবাদমাধ্যমকে শিবন জানিয়েছেন, 'বিক্রমের অবস্থান আমরা জানতে পেরেছি। বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর। তবে যোগাযোগ করা যায় নি। খুব শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা হবে।'
এই ঘোষণার মাত্র একদিনের মধ্যেই বিক্রমের অবস্থান জানতে পারলেন ইসরো-র বিজ্ঞানীরা। এক সংবাদমাধ্যমকে শিবন জানিয়েছেন, 'বিক্রমের অবস্থান আমরা জানতে পেরেছি। বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর। তবে যোগাযোগ করা যায় নি। খুব শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা হবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন