ফের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দি করার অভিযোগ। বুধবার সকালে গৃহবন্দি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডু এবং তাঁর ছেলে নারা লোকেশ সহ বেশ কয়েক জন টিডিপি নেতাকে।
রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় চন্দ্রবাবু। সেই বিক্ষোভ আটকাতে বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির নির্দেশে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ চন্দ্রবাবুর। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর দলের বহু কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেন চন্দ্রবাবু। এর প্রতিবাদে এদিন প্রতিবাদ সভার ডাক দিয়েছিল টিডিপি। সকাল ৮ টা থেকে অনশন মঞ্চে বসেছেন চন্দ্রবাবু। তিনি জানিয়েছেন, এমন ঘটনা গণতন্ত্রের কালো দিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন