সম্ভবত সোমবার বাড়িতে ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বার বার বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল রাতে তাঁর ভাল ঘুম হয় নি। সোমবার সকালে তিনি অনেকটা সময় ঘুমান। আজকের তাঁকে রিলিজ করা হতে পারে।
আর সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ছেড়ে দেওয়া হবে এই আঁচ করে একটি অ্যাম্বুলেন্স সকাল থেকে হসপিটালের সামনে রেখে দেওয়া হয়েছে। বুদ্ধ বাবুর হসপিটালের সমস্ত খরচ মেটাসবে পার্টি। জানিয়েছেন মহম্মদ সেলিম।
হসপিটাল থেকে পাওয়া খবর অনুসারে, সোমবার সকালে তাঁকে বাই প্যাপ দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের থেকে অনেক ভাল আছেন।
হসপিটাল থেকে পাওয়া খবর অনুসারে, সোমবার সকালে তাঁকে বাই প্যাপ দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের থেকে অনেক ভাল আছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন