রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ। নিয়োগ নিয়ে বার বার অস্বচ্ছতার অভিযোগ এনেছেন রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ। আর তার জেরে বহু বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের চাকরি প্রার্থীদের।
আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে। সেই নিয়ে আদলতে মামলাও হয়েছে। আগামী কাল ওই মামলার রায়ের উপর আপার প্রাইমারির নিয়োগ অনেকটাই নির্ভর করছে।
এই রকম পরিস্থিতিতে আপারের পরীক্ষার্থীরা আজ মূলত দুটি দাবি,আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগ ও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার ডাক দেয় করুণাময়ী বাস স্ট্যান্ডে। সময় ছিল দুপুর ২টো।
এই অনশনে প্রায় হাজারের কাজে চাকরি-প্রার্থী উপস্থিত হয়। কিন্তু পুলিশ তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়। পরে ১০০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ।
এই রকম পরিস্থিতিতে আপারের পরীক্ষার্থীরা আজ মূলত দুটি দাবি,আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগ ও আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার ডাক দেয় করুণাময়ী বাস স্ট্যান্ডে। সময় ছিল দুপুর ২টো।
এই অনশনে প্রায় হাজারের কাজে চাকরি-প্রার্থী উপস্থিত হয়। কিন্তু পুলিশ তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়। পরে ১০০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন