বাবুল সুপ্রিয় নিগ্রহ ইস্যুতে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিন এই নিগ্রহের প্রতিবাদে এবিভিপি-র প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার যোধপুরপার্ক চত্বর। এদিন যাদবপুর অভিযানের ডাক দিয়েছিল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।
তবে ঢাকুরিয়া পেরোতেই সেই মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। স্টিলের গার্ডওয়াল দিয়ে আটকানো হয় এই মিছিল। এরপরেই ছড়িয়ে পরে উত্তেজনা। একদিকে এবিভিপির মিছিল বদ্ধপরিকর যে তাঁরা গার্ডওয়াল ভেঙে বিশ্ববিদ্যালয় দিকে যাবে।অপরদিকে মিছিল আটকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজকের এই মিছিল আটকাতে খুব সাবধানে এগোতে থাকে পুলিশ। র্যাফ, জলকামান, কাঁদানে গ্যাস-সহ সমস্ত কিছু তৈরি রাখলেও নিজেদের সংযত রাখে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। মিছিল শেষ করার জন্য কার্যত আবেদনের সুর পুলিশের গলায়। অন্যদিকে কোনও অবস্থাতেই রণে ভঙ্গ দিতে নারাজ বিজেপি সমর্থরা। আপাতত গার্ডওয়ালের সামনেই বসে অবস্থান শুরু করেছেন তাঁরা।
আজকের এই মিছিল আটকাতে খুব সাবধানে এগোতে থাকে পুলিশ। র্যাফ, জলকামান, কাঁদানে গ্যাস-সহ সমস্ত কিছু তৈরি রাখলেও নিজেদের সংযত রাখে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। মিছিল শেষ করার জন্য কার্যত আবেদনের সুর পুলিশের গলায়। অন্যদিকে কোনও অবস্থাতেই রণে ভঙ্গ দিতে নারাজ বিজেপি সমর্থরা। আপাতত গার্ডওয়ালের সামনেই বসে অবস্থান শুরু করেছেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন